Shreya Ghoshal - Tomar Ki Naam (From "Shaheb Bibi Golaam") Lyrics

Lyrics Tomar Ki Naam (From "Shaheb Bibi Golaam") - Shreya Ghoshal




সব ভুলে যাও না
হাতে তুলে নাও না
তোমার ঠোঁটের প্রশ্ন ফেলে দাও
ফেলে দাও, ফেলে দাও
আজ বলে দাও না
যা যা তুমি চাও না
তোমার পর্দার রঙ বেছে নাও
বেছে নাও, বেছে নাও
খুলে দাও দিন রঙের মেজাজ
থেমো না
নিজের চোখে নিজে আটকে থেকো না
খুব ভালো লেগে গেল
সবকিছু এলোমেলো
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
কারোর হাতের ছোঁয়ায়
কিসের আনা-গোনায়
তোমার শরীর ভিজে যায় আবার
আবার নতুনভাবে তাকাও
আবার আগুন জ্বালাও
কানের কাছে এসে গান শুনাও
শোনাও তোমার এই আধ-ঘুম নেশায়
থাকতে দাও
নাম না জানা ফুলের গন্ধে
ভাসতে দাও
খুব ভালো লেগে গেল
সবকিছু এলোমেলো
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি
তোমার কী নাম তোমার নাম কি জানো তুমি





Attention! Feel free to leave feedback.