Rabindranath Tagore feat. Srikanta Acharya & Rabindra Sangeet - Tumi To Sei Jabei Lyrics

Lyrics Tumi To Sei Jabei - Srikanta Acharya , Rabindranath Tagore




তুমি তো সেই যাবেই চ'লে, কিছু তো না রবে বাকি
তুমি তো সেই যাবেই চ'লে
আমায় ব্যথা দিয়ে গেলে, জেগে রবে সেই কথা কি
সেই... যাবেই চ'লে
তুমি তো সেই যাবেই চ'লে
তুমি পথিক আপন-মন, এলে আমার কুসুমবনে
চরণপাতে যা দাও দ'লে সে-সব আমি দেব ঢাকি
সেই... যাবেই চ'লে
তুমি তো সেই যাবেই চ'লে
বেলা যাবে আঁধার হবে, একা বসে হৃদয় ভ'রে
আমার বেদনখানি আমি রেখে দেব মধুর ক'রে
বিদায়-বাঁশির করুণ রবে, সাঁঝের গগন মগন হবে
চোখের জলে দুখের শোভা নবীন ক'রে দেব রাখি
তো সেই... যাবেই চ'লে
তুমি তো সেই যাবেই চলে, কিছু তো না রবে বাকি
তুমি তো সেই যাবেই চ'লে
আমায় ব্যথা দিয়ে গেলে, জেগে রবে সেই কথা কি
সেই... যাবেই চ'লে
তুমি তো সেই যাবেই চ'লে



Writer(s): Rabindranath Tagore



Attention! Feel free to leave feedback.