Subhadeep Mitra feat. Shilpa Rao & Arnab Dutta - Kotha Dilam Tokey Lyrics

Lyrics Kotha Dilam Tokey - Shilpa Rao , Arnab Dutta , Subhadeep Mitra



লেগেছে কোন ঢেউ আলগোছে মন জুড়ে
সবহারা ফিরছে ঘর সেই চেনা পথ ধরে
পুরোনো অবশেষ শুরু নতুন করে
হাওয়া জানে সব যা আছে গভীরে
যদি রাখি দু'চোখে কাছেতে ডেকে
ডুবে যাই অন্তহীন
ওঠা পড়াতে থাকবো পাশেতে
হোক সে রাত কিংবা দিন
কথা দিলাম তোকে, কথা দিলাম তোকে
কথা দিলাম তোকে, কথা দিলাম
কথা দিলাম তোকে, কথা দিলাম তোকে
কথা দিলাম তোকে, কথা দিলাম
ফাঁকা রাত, ধরে রাখি হাত
মেঘলা মন, মন কেমন
ভীষণ একা সময়
মিলবে খোঁজ, কে হয় যে নিখোঁজ
আড়ালেতে চলে যাচ্ছে রোজ
ফিরে আসা কি সহজ
রাখলে আমায় তোমার কথায়
জানি থামতে হবে ওই ঠিকানায়
ফিরে যাওয়া তোমারই পথে
আড়ালে সাজছে কেউ, যাকে তুমি চেনো না
ভেঙে যায় মন যারা, তারা রাস্তা চেনে না
ফিরবে সে ভাবছে খুব একা কেমন করে
নিভে যায় খোলা চোখ শরীরের গভীরে
যদি রাখি দু'চোখে কাছেতে ডেকে
ডুবে যাই অন্তহীন
ওঠা-পড়াতে থাকবো পাশেতে
হোক সে রাত কিংবা দিন
কথা দিলাম তোকে, কথা দিলাম তোকে
কথা দিলাম তোকে, কথা দিলাম
কথা দিলাম তোকে, কথা দিলাম তোকে
কথা দিলাম তোকে, কথা দিলাম



Writer(s): Subhadeep Mitra, Tithi Dutta


Subhadeep Mitra feat. Shilpa Rao & Arnab Dutta - Kotha Dilam Tokey (From "Doctor Bakshi") - Single



Attention! Feel free to leave feedback.