Lyrics Chile Amar - Tahsan feat. Mithila
ছিলে
আমার
স্বপ্নে
তুমি
আজ
কেন
বহুদূর
অনুভবে
ভেসে
আসে,
সেই
চেনা
প্রিয়ও
সুর
কাছে
যেতেও
সংশয়,
দূরে
থাকতেও
লাগে
ভয়,
এলোমেলো
লাগে
সবই
অপূর্ণ
রয়ে
যায়
ভালোবাসা
থেকে
যায়
কিছু
কথোপকথন.
অপূর্ণ
রয়ে
যায়
ভালোবাসা
থেকে
যায়
কিছু
কথোপকথন
রাত্রি
গুলো
দীর্ঘ
হয়
বিষণ্ণ
ভাবনাতে,
চাঁদটা
যেন
লুকিয়ে
রয়,
বিবর্ণ
জোছনাতে
কাছে
যেতেও
সংশয়,
দূরে
থাকতেও
লাগে
ভয়,
এলোমেলো
হয়ে
আমি
অপূর্ণ
রয়ে
যায়
ভালোবাসা
থেকে
যায়
কিছু
কথোপকথন
অপূর্ণ
রয়ে
যায়
ভালোবাসা
থেকে
যায়
কিছু
কথোপকথন
স্মৃতিগুলো
মুছে
যায়
অচেনা
কুয়াশাতে,
সময়
যেন
জড়াতে
চায়
জলহীন
বরষাতে
কাছে
যেতেও
সংশয়,
দূরে
থাকতেও
লাগে
ভয়,
এলোমেলো
হয়ে
আমি
অপূর্ণ
রয়ে
যায়
ভালোবাসা
থেকে
যায়
কিছু
কথোপকথন
অপূর্ণ
রয়ে
যায়
ভালোবাসা
থেকে
যায়
কিছু
কথোপকথন
Attention! Feel free to leave feedback.