Tahsan - Utso Lyrics

Lyrics Utso - Tahsan



শূন্য শীতল নিস্তব্ধ পৃথিবীতে একটি সূক্ষ্ম উষ্ণতা
বায়ুর সমতা দুলিয়ে ভেসে আসে এক প্রশান্তি
অনুভূতির চুড়ান্তে শিহরণ জাগানো এক সুস্বর ধ্বনি
কখনো বুঝতে পারবোনা, কখনও প্রকাশ হবে না
জানবো না সুরের উপলব্ধি, দিতে পারবোনা দৃঢ় প্রেরণা





Attention! Feel free to leave feedback.