Lyrics Alo - Tashfee
নিরীহ
মনের
বিশ্বাস
নিয়ে
শান্তি
নিশ্বাস
নিলে
ছিনিয়ে
চোখ
খুলে
কেউ
দেখেনি
রাতে
তারা
জ্বলেনি
জানালা
বন্ধ
রয়
আলো
খুঁজে
না
পেয়ে
আমি
এত
একা
স্তব্ধ
হয়ে
নদীর
স্রোতে
আমি
আজ
ভেসে
যাই
তখন
দেখি
তোমায়
কেউ
শোনেনা,
হায়
আমার
নেই
গান,
আমার
নেই
সুর
আমি
ছায়া
অবসন্ন
মন,
ক্লান্ত
দেহ
হৃৎপিণ্ড
থেকে
নিলে
স্নেহ
সর্বদোষে
দোষী
তবুও
ভালোবাসি
কাঁদতে
না
পেরে
হাসি
আলো
খুঁজে
না
পেয়ে
আমি
এত
একা
স্তব্ধ
হয়ে
নদীর
স্রোতে
আমি
আজ
ভেসে
যাই
এখন
দেখি
তোমায়
কেউ
শোনেনা,
হায়
আমার
নেই
গান,
আমার
নেই
সুর
আমি
ছায়া
জানি
আমি
আজ
একা
নই
ধ্বংস
করবো
সব
ভয়
আমি
শক্তিবান
এই
আমার
অভিযান
সব
শেষে
তুমি
একা
আর
বন্দী
না
আমার
আলোয়
প্রাচীর
সব
ভেঙে
যায়
সবাই
দেখে
তোমায়
সত্যের
আলোয়
আমাদের
নেই
ভয়
আমাদের
এই
জয়
আজ
এই
আলো
Attention! Feel free to leave feedback.