Timir Biswas - Majhe Majhe Lyrics

Lyrics Majhe Majhe - Timir Biswas




আমার আকাশ জুড়ে বিশাল পাখির ডানা
তোমার ভেতর দিয়ে আমার আনাগোনা
তোমার খবর নিতে কাতর হয়ে যখন
চাঁদের আলোয় ভিজে শামিল মন যখন
মাঝে মাঝে একা লাগে
ভীষণ সুখেও একা লাগে
অসময়ে একা লাগে
বালির পথ একা লাগে
সব বুঝতে সময় লাগে, ভুল বুঝতে নয়
কার সাধ্য ঘোচাবে আমাদের সংশয়?
তোমার খবর নিতে কাতর হয়ে যখন
চাঁদের আলোয় ভিজে শামিল মন তখন
মাঝে মাঝে একা লাগে
ভীষণ সুখেও একা লাগে
অসময়ে একা লাগে
বালির পথ একা লাগে



Writer(s): Debasish Ghosh, Saikat Kundu



Attention! Feel free to leave feedback.