Upali Chattopadhyay - Chhadmabeshi Gandhorbo - From "Achena Uttam" Lyrics

Lyrics Chhadmabeshi Gandhorbo - From "Achena Uttam" - Upali Chattopadhyay



ছদ্মবেশি গন্ধর্ব
তুমি ছদ্মবেশি গন্ধর্ব
কুহক না কি মায়ামৃগ?
সোনার খাঁচায় বাঁধা তুমি
পড়েছো বার বার
লাল পাথরে জড়ানো তুমি
হার না মানা হার
লাল পাথরে জড়ানো তুমি
হার না মানা হার
জীবন-মৃত্যু পার করলে
আলোর ঠিকানা খুঁজে
জীবন-মৃত্যু পার করলে
আলোর ঠিকানা খুঁজে
সন্ন্যাসী রাজার মনের খবর
বন্ধুও রাখেনি যে
চিরদিনের আলেয়া তুমি
নায়ক উত্তম
ভালোবাসার নিশিপদ্ম
অচেনা উত্তম
অচেনা উত্তম
তাসের ঘরে হারা সুর
হলো না শাপ মোচন
সপ্তপদীর খেলাঘরে
জতুগৃহ জীবন
শেষ অংকে রৌদ্র-ছায়া
অবাক পৃথিবী
চাওয়া-পাওয়া করলে পার
জীবন ছায়াছবি
চিরদিনের আলেয়া তুমি
নায়ক উত্তম
ভালোবাসার নিশিপদ্ম
অচেনা উত্তম
অচেনা উত্তম
অচেনা উত্তম



Writer(s): Upali Chattopadhyay


Upali Chattopadhyay - Chhadmabeshi Gandhorbo (From "Achena Uttam")
Album Chhadmabeshi Gandhorbo (From "Achena Uttam")
date of release
16-07-2022




Attention! Feel free to leave feedback.