Lyrics Bolini Kokhono - Ayub Bacchu
তুমি
ছাড়া
ভালো
আছি
যত
তা
বোঝাই
।
আসলে
কি
তুমি
ছাড়া
ভালো
থাকা
যায়
।
তুমি
ছাড়া
ভালো
আছি
যত
তা
বোঝাই
।
আসলে
কি
তুমি
ছাড়া
ভালো
থাকা
যায়
।
তোমাকে
যে
আর
আমি
ভালোবাসি
না
একদমই
মন
থেকে
বলিনি
কোন
দিনই...
তুমি
ছাড়া
কখনো
কি
ভালো
থাকা
যায়
।
কতকিছু
বলে
ফেলি
অভিমান
হলে
।
সব
কথাটা
ধরে
নিলে
জীবন
কি
চলে
।
অভিমানী
আমিটা
তোআমার
আমি
না
তো
চোখ
দেখে
তুমি
কি,
বোঝ
কি?
তুমি
ছাড়া
কখনো
কি
ভালো
থাকা
যায়
।
তুমি
ছাড়া
দিন
চলে
না
একটাও
যে
আমার
।
এতদিনে
বোঝনি
কি
জায়গাটা
তোমার
।
তোমাকে
যে
আর
আমি
ভালোবাসি
না
কদমই
মন
থেকে
বলিনি
কোন
দিনই...
তুমি
ছাড়া
কখনো
কি
ভালো
থাকা
যায়
।
Album
Bolini Kokhono
1 Proshno
2 Anubhab
3 Swapno Bhango
4 Moner Kotha
5 Bolini Kokhono
6 Fera
7 Ronggin Prithibi
8 Onek Diner Pore
9 Beche Thaka
10 Sangsar
Attention! Feel free to leave feedback.