paroles de chanson Brishti - Anjan Dutt feat. Somlata Acharyya Chowdhury
                                                আমি 
                                                বৃষ্টি 
                                                দেখেছি, 
                                                বৃষ্টির 
                                                ছবি 
                                                এঁকেছি
 
                                    
                                
                                                আমি 
                                                রোদে 
                                                পুড়ে 
                                                ঘুরে 
                                                ঘুরে 
                                                অনেক 
                                                কেঁদেছি
 
                                    
                                
                                                আমার 
                                                আকাশ-কুসুম 
                                                স্বপ্ন 
                                                দেখার 
                                                খেলা 
                                                থামেনি
 
                                    
                                
                                                শুধু 
                                                তুমি 
                                                চলে 
                                                যাবে, 
                                                আমি 
                                                স্বপ্নেও 
                                                ভাবিনি
 
                                    
                                
                                                আমি 
                                                বৃষ্টি 
                                                দেখেছি
 
                                    
                                
                                                চারটে 
                                                দেয়াল 
                                                মানেই 
                                                নয় 
                                                তো 
                                                ঘর
 
                                    
                                
                                                নিজের 
                                                ঘরেও 
                                                অনেক 
                                                মানুষ 
                                                পর
 
                                    
                                
                                                কখন 
                                                কিসের 
                                                টানে 
                                                মানুষ 
                                                পায় 
                                                খুঁজে 
                                                বাঁচার 
                                                মানে
 
                                    
                                
                                                ঝাপসা 
                                                চোখে 
                                                দেখা 
                                                    এ 
                                                শহর
 
                                    
                                
                                                আমি 
                                                অনেক 
                                                ভেঙেচুরে 
                                                আবার 
                                                শুরু 
                                                করেছি
 
                                    
                                
                                                আবার 
                                                পাওয়ার 
                                                আশায় 
                                                ঘুরে, 
                                                ঘুরে, 
                                                ঘুরে, 
                                                ঘুরে 
                                                মরেছি
 
                                    
                                
                                                আমি 
                                                অনেক 
                                                হেরে 
                                                গিয়েও 
                                                হারটা 
                                                স্বীকার 
                                                করিনি
 
                                    
                                
                                                শুধু 
                                                তোমায় 
                                                হারাবো, 
                                                আমি 
                                                স্বপ্নেও 
                                                ভাবিনি
 
                                    
                                
                                                আমি 
                                                বৃষ্টি 
                                                দেখেছি
 
                                    
                                
                                                হারিয়ে 
                                                গেছে 
                                                তরতাজা 
                                                সময়
 
                                    
                                
                                                হারিয়ে 
                                                যেতে 
                                                করেনি 
                                                আমার 
                                                ভয়
 
                                    
                                
                                                কখন 
                                                কিসের 
                                                টানে 
                                                মানুষ 
                                                পায় 
                                                খুঁজে 
                                                বাঁচার 
                                                মানে
 
                                    
                                
                                                ঝাপসা 
                                                চোখে 
                                                দেখা 
                                                এই 
                                                শহর
 
                                    
                                
                                                আমি 
                                                অনেক 
                                                স্রোতে 
                                                বয়ে 
                                                গিয়ে 
                                                অনেক 
                                                ঠকেছি
 
                                    
                                
                                                আমি 
                                                আগুন 
                                                থেকে 
                                                ঠেকে 
                                                শিখে 
                                                অনেক 
                                                পুড়েছি
 
                                    
                                
                                                আমি 
                                                অনেক 
                                                কষ্টে 
                                                অনেক 
                                                কিছুই 
                                                দিতে 
                                                শিখেছি
 
                                    
                                
                                                শুধু 
                                                তোমায় 
                                                বিদায় 
                                                দিতে 
                                                হবে, 
                                                স্বপ্নেও 
                                                ভাবিনি
 
                                    
                                
                                                আমি 
                                                বৃষ্টি 
                                                দেখেছি
 
                                    
                                
                                                আমি 
                                                বৃষ্টি 
                                                দেখেছি
 
                                    
                                
                                                আমি 
                                                বৃষ্টি 
                                                দেখেছি
 
                                    
                                
                                                আমি 
                                                বৃষ্টি 
                                                দেখেছি
 
                                    
                                
                                                আমি 
                                                বৃষ্টি 
                                                দেখেছি
 
                                    
                                
                                                আমি 
                                                বৃষ্টি 
                                                দেখেছি
 
                                    
                                Attention! N'hésitez pas à laisser des commentaires.