paroles de chanson Benche Theke Labh Ki Bol - Arijit Singh
বেঁচে
থেকে
লাভ
কী
বল
তোকে
ছাড়া
আর
খুঁজেছে
জবাব
অচল
মন
কোথাকার
জানে
স্বপ্ন
তার
পাতায়
কত
কী
কত
যত্নে
দেখেছি
আর
লিখেছি
যা
চলে
তুই,
ওহো,
সব
ভুলে
তুই
যা
চলে
তুই,
ওহো,
সব
ভুলে
তুই
বেঁচে
থেকে
লাভ
কী
বল
তোকে
ছাড়া
আর
খুঁজেছে
জবাব
অচল
মন
কোথাকার
কেন
হয়
এমন,
মনে
নেই
তো
মন
হাওয়া
বড়োই
বেরঙিন
না
রে
নয়
সহজ,
পাওয়া
তোর
মতন
আর
কাউকেও
কোনোদিন
হারিয়ে
গেলাম,
ফুরিয়ে
এলাম
চোখে
শুকিয়ে
গেল
জল
বেঁচে
থেকে
লাভ
কী
বল
তোকে
ছাড়া
আর
খুঁজেছে
জবাব
অচল
মন
কোথাকার
কী
যে
বলব
আর,
এ
দূরত্বটার
দেখি
নেই
রে
কোনো
শেষ
তবু
দেখ
না
তুই,
বসে
পাশটাতেই
গেলি
আলোকবর্ষ
দেশ
হারিয়ে
গেলাম,
ফুরিয়ে
এলাম
চোখে
শুকিয়ে
গেল
জল
বেঁচে
থেকে
লাভ
কী
বল
তোকে
ছাড়া
আর
খুঁজেছে
জবাব
অচল
মন
কোথাকার
Attention! N'hésitez pas à laisser des commentaires.