Arijit Singh - Bojhena Shey Bojhena Theme (From "Bojhena Shey Bojhena") (Male Vocals) paroles de chanson
Arijit Singh Bojhena Shey Bojhena Theme (From "Bojhena Shey Bojhena") (Male Vocals)

Bojhena Shey Bojhena Theme (From "Bojhena Shey Bojhena") (Male Vocals)

Arijit Singh


paroles de chanson Bojhena Shey Bojhena Theme (From "Bojhena Shey Bojhena") (Male Vocals) - Arijit Singh




বড় ইচ্ছে করছে ডাকতে
তাঁর গন্ধে মেখে থাকতে
কেনো সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়?
তাকে আটকে রাখার চেষ্টা
আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না
প্রায় স্বপ্ন স্বপ্ন লগ্নে
তাঁর অন্য অন্য ডাকনাম
তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়?
সব স্বপ্ন সত্যি হয় কার?
তবু দেখতে দেখতে কাটছি
আর হাঁটছি যে দিক আমার দু'চোখ যায়
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না
আজ সব সত্যি-মিথ্যে দিন বলছে যেতে যেতে
মন গুমরে গুমরে মরছে কি উপায়!
জানি স্বপ্ন সত্যি হয় না
তবু মন মানতে চায় না
কেন এমন রাত্রি নামছে জানলায়?
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না
এটা গল্প হলেও পারতো
পাতা একটা আধটা পড়তাম
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে
জানি আবার আসবে কালকে
নিয়ে পাল্কী পাল্কী ভাবনা
ফের চলে যাবে করে একলা আমাকে
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না



Writer(s): PRASEN, INDRAADIP DASGUPTA


Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}