ARK - Akasher Neele paroles de chanson

paroles de chanson Akasher Neele - Ark




চাঁদের আলয় সূর্যের তেজ
যেমনি যায় না পাওয়া,
সূর্য কিরণে তপ্ত বিরহে
চাঁদের সুরভি হয় না
তেমনি পাইনি পৃথিবীটা ঘুরে
বন্ধুরে তোমার হৃদয় জুড়ে,
স্পষ্ট দুচোখের দৃষ্টি সীমানা
পেছনে রেখেছি ফেলে,
এখন তো আমি অন্ধ হয়েছি
তোমারি বিরহ তরে
যারে যা উড়ে যা পাখি তারে বলে যা
সে যেন আমারে কখনো ভুলে নারে,
যারে যারে যা
দিগন্তের একই ঠিকানা যেখানে সীমানা
বন্ধু আমার তেমনি ব্যবধান
এমনিতেই অবসান,
আজ অবেলাতেয় বলে যা,
উড়ে যা উড়ে যা উড়ে যা
যারে যা উড়ে যা পাখি তারে বলে যা
সে যেন আমারে কখনো ভুলে নারে,
যারে যারে যা...
চাঁদের আলয় সূর্যের তেজ
যেমনি যায় না পাওয়া,
সূর্য কিরণে তপ্ত বিরহে
চাঁদের সুরভি হয় না
তেমনি পাইনি পৃথিবীটা ঘুরে
বন্ধুরে তোমার হৃদয় জুড়ে,
স্পষ্ট দুচোখের দৃষ্টি সীমানা
পেছনে রেখেছি ফেলে,
এখন তো আমি অন্ধ হয়েছি
তোমারি বিরহ তরে
যারে যা উড়ে যা পাখি তারে বলে যা
সে যেন আমারে কখনো ভুলে নারে,
যারে যারে যা





Attention! N'hésitez pas à laisser des commentaires.