ARK - Prem Tumi paroles de chanson

paroles de chanson Prem Tumi - Ark




প্রেম তুমি
প্রেম তুমি
তুমি সূর্যোদয়ের যেনো বুনো কোকিল
সুরেলা কোন মধুবীণা
আর আস্তগামী হলে জ্যোছনাতে
রূপালী চাঁদে ঝি ঝি ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে
সুবাসিনী মায়াবিনী
অশান্ত বিকেলের ক্লান্তিতে
দক্ষিণা হাওয়া
তুমি যেন রংধনু সাত রঙ্গে রং
লুকোচুরি সোনালী ফসলের
নয়নজুড়ী যেন কাল বৈশাখী
প্রলয় শেষে নতুন দিনের আলোয়
সাজানো বনভূমি
প্রকৃতির অকৃত্রিম সুন্দর আলো আঁধারে
তেমনই হে প্রেম তুমি সুন্দর দুটি অন্তরে
প্রেম সত্য প্রেম শাশ্বত প্রেম অবিনশ্বর
এমন প্রেমের মাঝেই রহিত ঈশ্বর





Attention! N'hésitez pas à laisser des commentaires.