ARK - Ovishap paroles de chanson

paroles de chanson Ovishap - Ark




হাজারো বছর ধরে চলেছি অন্ধ এক মোহে
ছুটেছি সূর্যেরি দিকে, এত নিষ্ঠুর ধূসরতায়
কত বিদ্রোহ করেছি, কত রাত কেঁদেছি
কত রক্তের আলপনায় জীবন এঁকেছি
কি অভিশাপ দিলে
অভিশাপ দিলে
অভিশাপ দিলে এই
অভিশাপ দিলে
একটি মেয়ে চেয়ে আছে ক্ষুধার জ্বালা নিয়ে
তাকে পয়সা দিতে পারো কিছু আনন্দ নিয়ে
যে নারীর অন্তরে দু'মুঠো অন্ন চায়
অপেক্ষায় তার পথ চেয়ে কত পূর্ণিমা কত হায়
কি অভিশাপ দিলে
অভিশাপ দিলে
অভিশাপ দিলে এই
অভিশাপ দিলে...
চাই না করুণা চাই সেই হৃদয়
যেই হৃদয়ের নেই কোনো সংশয়
যদি হাতে হাত ধরে চলি
জানি আমাদের হবেই বিজয়
কেনো অভিনয় তোমারি দু'চোখে
হৃদয় এর অতলে এত অশ্রু ঝরে যায়
তবু ভাঙো না শিকল সব হারাবার ভয়ে!
কি অভিশাপ দিলে
অভিশাপ দিলে
অভিশাপ দিলে...





Attention! N'hésitez pas à laisser des commentaires.