paroles de chanson Hariye Giyechi - Arnob
হারিয়ে
গিয়েছি
এইতো
জরুরি
খবর
অবাক
দুই
চোখে
ছায়া
কাঁপে
ভয়
অভিমানে
হারিয়ে
যাওয়ার
নিয়ম
নেই
এখানে
হারাবো
বলে,
পা
টিপে
এগুতে
গেলেই
গোটা
শহর
বাতি
জ্বেলে
সতর্ক
পায়ে
পায়ে
হারাবার
জায়গা
খুঁজে
মরি
গোটা
শহর
বাতি
জ্বেলে
সতর্ক
পায়ে
পায়ে
হারাবার
জায়গা
খুঁজে
মরি
কোথাও
নেই
ঝুমঝুম
অন্ধকার
তক্ষক
ডাকা
নিশুতিতে
রূপকথা
শুনে
শিউরে
উঠে
না
গা
স্বপ্নে
আমার
শরীরে
কেউ
ছড়ায়
না
শিউলি
ফুল
আলোর
আকাশ
নুয়ে
এসে
ছোঁয়
না
কপাল
কোথাও
নেই
ঝুমঝুম
অন্ধকার
তক্ষক
ডাকা
নিশুতিতে
রূপকথা
শুনে
শিউরে
উঠে
না
গা
স্বপ্নে
আমার
শরীরে
কেউ
ছড়ায়
না
শিউলি
ফুল
আলোর
আকাশ
নুয়ে
এসে
ছোঁয়
না
কপাল
হারিয়ে
যাইনি
তবু
এটাই
জরুরি
খবর
আকাঙ্ক্ষা
আর
হতাশায়
হারিয়ে
যাওয়ার
কোনো
মানে
নেই
নিবিড়
ঘরে
আধোআলো
বিশ্বাসে
বুকের
গভীরে
কার
যেন
ডাক
আসে
যদি
কোনোদিন
ঝরেঝরে
যায়
অন্ধকার
ভালোবাসা
ধুয়ে
দেয়
গোটা
মুখ
আমার
দু'চোখে
স্বপ্ন
ভরে
দিয়ে
যায়
কেউ
যদি
কোনোদিন
অটুট
বিশ্বাসে
যদি
কোনোদিন
যদি
কোনোদিন
যদি
কোনোদিন
যদি
কোনোদিন
যদি
কোনোদিন
যদি
কোনোদিন
যদি
কোনোদিন
যদি
কোনোদিন...
1 Nao Chariya De
2 Lalpahari
3 Hok Kolorob
4 Hariye Giyechi
5 Majhe Majhe
6 Amay Bhashailire
7 Nao Chariya De
8 Ore Nil Doriya
9 Tomar Jonno
10 Amay Bhashailire
11 Piya Ki Nazariya
12 Amay Dhore Rakho
13 Bhalobasha Tar Por
14 Chai
15 Ore Nil Doriya
Attention! N'hésitez pas à laisser des commentaires.