Arnob - Hariye Giyechi - traduction des paroles en russe

Paroles et traduction Arnob - Hariye Giyechi




হারিয়ে গিয়েছি
হারিয়ে গিয়েছি
এইতো জরুরি খবর
এইতো জরুরি খবর
অবাক দুই চোখে
অবাক দুই চোখে
ছায়া কাঁপে ভয় অভিমানে
ছায়া কাঁপে ভয় অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগুতে গেলেই
হারাবো বলে, পা টিপে এগুতে গেলেই
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি
কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে
তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে উঠে না গা
রূপকথা শুনে শিউরে উঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ
স্বপ্নে আমার শরীরে কেউ
ছড়ায় না শিউলি ফুল
ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল
কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে
তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে উঠে না গা
রূপকথা শুনে শিউরে উঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ
স্বপ্নে আমার শরীরে কেউ
ছড়ায় না শিউলি ফুল
ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল
হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর
হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর
আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেই
আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেই
নিবিড় ঘরে আধোআলো বিশ্বাসে
নিবিড় ঘরে আধোআলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেন ডাক আসে
বুকের গভীরে কার যেন ডাক আসে
যদি কোনোদিন ঝরেঝরে যায় অন্ধকার
যদি কোনোদিন ঝরেঝরে যায় অন্ধকার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার
দু'চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
দু'চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনোদিন অটুট বিশ্বাসে
যদি কোনোদিন অটুট বিশ্বাসে
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন
যদি কোনোদিন...
যদি কোনোদিন...





Writer(s): Arnob


Attention! N'hésitez pas à laisser des commentaires.