Arnob - Chowa Chuyi paroles de chanson

paroles de chanson Chowa Chuyi - Arnob



ছারখারে ছড়াছড়ি ছোটে ছয় ছিটিয়াল
ছন্নছাড়া ছোরা ছিনতাইয়ে ছোলে ছাল
ছকে ছকে ছাকনিতে টাকা ছাঁকা ছিল ছল
ছমছমে ছোট রাতে ছটফট ছোড়ে জাল
ছায়াবাজি ছাউনিতে ছোঁয়া ছাড়া ছিটকিনি
ছাড়া ছাড়া ছেলেমেয়ের ছুটি ছিড়ে ছিনিবিনি
ছাঁদনাতলে ছোক ছোক ছোঁচা ছিনতাই
ছিলিমের ছারপোকা ছড়া ছাড়ে দূর ছাই
ছাইপাশে ছয়লাপ ছানাবড়া ছানিচোখ
ছারপোকা ছোবলে ছ'টকার ছিনে জোক
ছুঁচোমুখো ছাত্র ছুতো ছাড়া ছ্যাকা খায়
ছোপ ছোপ ছাতা হাতে ছিপ ছুড়ে ছাতু খায়
ছুঁলিওয়ালা ছুচিবাই ছিয়াশিতে ছক্কা
ছিপছিপে ছাত্রী ছত্রিশে অক্কা
ছলছল চোখে ছিঁচকাঁদুনেরা ছিপি খা
ছারখারে ছড়াছড়ি ছবি ছেপে ছড়া গা





Attention! N'hésitez pas à laisser des commentaires.