Arnob - Bebak Bibagi paroles de chanson

paroles de chanson Bebak Bibagi - Arnob



বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপর চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
এসো রাতের শহর
এসো সূর্য নিভিয়ে দাও (নিভিয়ে দাও)
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপর চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপর চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
জমা আছে সারাদিন
মাছি মারা রাত দিন
সভা সমিতির কাজে
হিসাব নিকাশ
চোখ বুজে পথ চলা
মেপে ঝেপে কথা বলা
মাঝে মাঝে কবিতায়
খোঁজা নীলাকাশ
জমা আছে সারাদিন
মাছি মারা রাত দিন
সভা সমিতির কাজে
হিসাব নিকাশ
চোখ বুজে পথ চলা
মেপে ঝেপে কথা বলা
মাঝে মাঝে কবিতায়
খোঁজা নীলাকাশ
ধ্যাত্তেরি!
ধুরর!
ধ্যাত্তেরি!
ধুরর!
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপর চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপর চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
যাদের কথা বলার ছিলো সবার শেষে
প্রথমেই কেন তারা সুযোগটা পায়?
কেন তবে এত কথা বলা গীটারের সুর তোলা
অকারণ বিদ্রোহ খাতার পাতায়?
যাদের কথা বলার ছিলো সবার শেষে
প্রথমেই কেন তারা সুযোগটা পায়?
কেনো তবে এত কথা বলা গীটারের সুর তোলা
অকারণ বিদ্রোহ খাতার পাতায়?
এসো রাতের শহর
এসো সূর্য নিভিয়ে দাও
এসো রাতের শহর (ধ্যাত্তেরি!)
এসো সূর্য নিভিয়ে দাও (ধুরর!)
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপর চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপর চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
বেবাক বিবাগী যত সুসভ্য ভাজ
রাতকানা চোখে দেখে আধখানা চাঁদ
তারপর চুপিসারে ঝোপ বুঝে কোপ মারে
লাশকাটা ঘরে ভীড় বাড়ানোর সাধ
এসো রাতের শহর
এসো সূর্য নিভিয়ে দাও
এসো রাতের শহর
এসো সূর্য নিভিয়ে দাও...



Writer(s): Arnob



Attention! N'hésitez pas à laisser des commentaires.