Arnob - Dhulo paroles de chanson

paroles de chanson Dhulo - Arnob



ধুলো ওঠে খুব
আজকাল খুব ধুলো
পাতাঝরে যায়
শুকনো যে পাতাগুলো
শব্দ শোনে না
শোনে না অন্ধ কান
একটা কুসুমও পায় নি যে নির্বাণ
দৃষ্টি পুড়েছে
জলে ধুয়ে গেছে ক্রোধ
নির্বোধ কাম
কামনাবিহীন বোধ
দৃষ্টি পুড়েছে
জলে ধুয়ে গেছে ক্রোধ
নির্বোধ কাম
কামনাবিহীন বোধ
ক্ষণ যত কাটে
কাটে তত সুতোগুলো
মাথা ধরে আসে
ভরে আসে কাচ ধুলো
ধুলো ওঠে খুব
আজকাল খুব ধুলো
পাতাঝরে যায়
শুকনো যে পাতাগুলো
শব্দ শোনে না
শোনে না অন্ধ কান
একটা কুসুমও পায় নি যে নির্বাণ



Writer(s): arnob, toufique



Attention! N'hésitez pas à laisser des commentaires.