Arnob - Jetey Hobey paroles de chanson

paroles de chanson Jetey Hobey - Arnob



এসো আবার চড়াই উৎরোই,
আরো একটু সামনে যেতে হবে।
কতটা পথ এসেছি বাধা ঠেলে,
বাকিটা পথ আর কিছু না তবে।
অবিশ্বাস ফল্গুধারা যেন
হারিয়ে ফেলে গভীর কুয়াশায়,
ধরে রাখে ভালোবাসা শুধু
অনিঃশেষ স্বপ্নভরা আশায়।
এপারে ডাকে রঙিন পাখির দল,
ওপারে শুধু স্বপ্ন চোরা রাত।
ভুল বোঝানো গল্প যত শেষ,
ভালোবাসা চার দুগুণে পাঁচ।



Writer(s): arnob, shahana bajpei



Attention! N'hésitez pas à laisser des commentaires.