Asha Bhosle - Alo Aar Alo Diye (Mone Hoy Aaj Ami) paroles de chanson

paroles de chanson Alo Aar Alo Diye (Mone Hoy Aaj Ami) - Asha Bhosle




আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে
হু হু হু হু হু হু হু জানলাম হু হু হু হু হু হু হু
হাজর সূর্য উঠা দেখলাম
আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে
প্রেমকে নতুন করে জানলাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম
ঝাঁকি ঝাঁকি প্রজাপতি ছিলো মনে ঘুমিয়ে আমার
বসন্ত ডাক দিলো নিয়ে তার ফুলেরও বাহার
তাই তারা জাগলো যে শিহরণ লাগলো যে
তাদের পাখার রং মাখলাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম
রাশি রাশি ভালবাসা বুকে যেন ধরেনা আমার
সমুদ্রে মিশে নদী আজ সে যে নদী নেই আর
রাশি রাশি ভালবাসা বুকে যেন ধরেনা আমার
সমুদ্রে মিশে নদী আজ সে যে নদী নেই আর
সিমনা ছাড়িয়ে আমি নিজেকে হারিয়ে আমি
তোমার সিমায় ধরা পড়লাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম



Writer(s): NACHIKETA GHOSH, SHYAMAL GUPTA


Attention! N'hésitez pas à laisser des commentaires.