Durnibar Saha - Tumi Sondhyaro Meghomala - From "Achena Uttam" paroles de chanson

paroles de chanson Tumi Sondhyaro Meghomala - From "Achena Uttam" - Durnibar Saha



তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা
মম শূন্যগগনবিহারী
আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা
তুমি আমারি, তুমি আমারি
মম অসীমগগনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া
অয়ি সন্ধ্যাস্বপনবিহারী
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া
তুমি আমারি, তুমি আমারি
মম বিজনজীবনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা
মম মোহের স্বপন-অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে
অয়ি মুগ্ধনয়নবিহারী
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে
তুমি আমারি, তুমি আমারি
মম জীবনমরণবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা



Writer(s): Traditional, Rabindranath Tagore


Durnibar Saha - Tumi Sondhyaro Meghomala
Album Tumi Sondhyaro Meghomala
date de sortie
14-07-2022



Attention! N'hésitez pas à laisser des commentaires.