Dwijen Mukherjee - Kichhu Bolbo Bole paroles de chanson

paroles de chanson Kichhu Bolbo Bole - Dwijen Mukherjee



কিছু বলব বলে এসেছিলেম
রইনু চেয়ে না বলে
কিছু বলব বলে এসেছিলেম
দেখিলাম খোলা বাতায়নে
মালা গাঁথো আপন মনে, মালা গাঁথো
গাও গুন গুন গুঞ্জরিয়া
যূথীকুঁড়ি নিয়ে কোলে
কিছু বলব বলে এসেছিলেম
সারা আকাশ তোমার দিকে
চেয়ে ছিল অনিমিখে, সারা আকাশ
মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল
কালো কেশে পড়েছিল
মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল
কালো কেশে পড়েছিল
বাদল মেঘে মৃদুল হাওয়ায়
অলক দোলে
কিছু বলব বলে এসেছিলেম
সারা আকাশ তোমার দিকে
চেয়ে ছিল অনিমিখে, সারা আকাশ
মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল
কালো কেশে পড়েছিল
মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল
কালো কেশে পড়েছিল
বাদল মেঘে মৃদুল হাওয়ায়
অলক দোলে
কিছু বলব বলে এসেছিলেম
রইনু চেয়ে না বলে
কিছু বলব বলে এসেছিলেম



Writer(s): Rabindranath Tagore


Dwijen Mukherjee - Tumi Kemon Kore Gaan Karo
Album Tumi Kemon Kore Gaan Karo
date de sortie
11-02-2020




Attention! N'hésitez pas à laisser des commentaires.