Hemanta Mukherjee - Jibaner Anekta Path paroles de chanson

paroles de chanson Jibaner Anekta Path - Hemanta Mukherjee



জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি।
জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি।
কী পেয়েছি আর কী পাইনি
তার হিসাব করিনি কোনদিন।
শুধু চলার পথে দেখা দৃশ্যগুলো
স্মৃতির ঘরেতে ধরে রেখেছি।
জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি।
বুঝিনি চলার পথে কী ছিল দেবার,
পথে নিজের করে কী ছিল নেবার।
বুঝিনি চলার পথে কী ছিল দেবার,
পথে নিজের করে কী ছিল নেবার।
জানি চরণ আমার কভু থামেনি কোথাও,
ভেবে কী দিয়েছি আর কী নিয়েছি।
জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি।।
হৃদয় ঘিরেছে কত জানা অজানা,
পেরিয়ে এসেছি তার সব সীমানা।
হৃদয় ঘিরেছে কত জানা অজানা,
পেরিয়ে এসেছি তার সব সীমানা।
নতুন নতুন কত মানুষ দেখে,
ভুলেছি কিছু কিছু রেখেছি এঁকে।
নতুন নতুন কত মানুষ দেখে,
ভুলেছি কিছু কিছু রেখেছি এঁকে।
তবুও হৃদয় আমার কভু ভাবেনি কোথাও,
পথে কী হারালাম আর কী এনেছি।
জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি।।
কী পেয়েছি আর কী পাইনি
তার হিসাব করিনি কোনদিন।
শুধু চলার পথে দেখা দৃশ্যগুলো
স্মৃতির ঘরেতে ধরে রেখেছি।
জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি।।



Writer(s): AMAL MUKHARJEE, MILTOO GHOSH


Hemanta Mukherjee - Hemanta Mukherjee - Puja Songs
Album Hemanta Mukherjee - Puja Songs
date de sortie
01-09-1988




Attention! N'hésitez pas à laisser des commentaires.