paroles de chanson Deshe Valobasha Nai - James
মন
আমার
পাথরের
দেয়াল
সে
এক
যত
আঘাত
কর
সব
সহ্য
করেই
যাবে
মন
আমার
তুমি
যত
দুরে
যাও
আজীবন
তোমাকে
ভালবেসে
তবু
যাবেই
কত
ভালবাসা
তোমার
জন্য
রাখা
সে
কথা
তুমি
যদি
জানতে
বুক
চিরে
দেখাতে
পারলে
লুকিয়ে
চোখ
তুমিও
কানতে।
ভালবাসা
আমার
সুদৃশ্য
কাঁচ
তো
নয়
একটু
আঘাতে
চূর্ণ
সে
হবেই।
এই
ভালবাসা
গোলাপের
পাপড়ি
নয়
একটু
বাতাসে
ঝরে
কেন
যাবে?
।।
কত
ভালবাসা
তোমার
জন্য
রাখা
সে
কথা
তুমি
যদি
জানতে
বুক
চিরে
দেখাতে
পারলে
লুকিয়ে
চোখ
তুমিও
কানতে।
এই
ভালবাসা
গিটারের
শুরে
বাঁধা
নেওন'এর
শুর
সে
তো
তুলে
যাবেই।
মনের
মিছিল
এতটা
ছোট
নয়
তোমার
সামনে
স্লোগান
সে
দেবেই
।।
কত
ভালবাসা
তোমার
জন্য
রাখা
সে
কথা
যদি
তুমি
জানতে
বুক
চিরে
দেখাতে
পারলে
লুকিয়ে
চোখ
তুমিও
কানতে।
Attention! N'hésitez pas à laisser des commentaires.