K. L. Saigal - Ektuku Chhonwa Lage paroles de chanson

paroles de chanson Ektuku Chhonwa Lage - K.L.Saigal



একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি
একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী
একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি
কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা
কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা
তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি
তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি
রচি মম ফাল্গুনী
একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে
যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি
রচি মম ফাল্গুনী
একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী
একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি



Writer(s): Rabindranath Tagore


K. L. Saigal - Assorted Tagore Songs - Vol -1
Album Assorted Tagore Songs - Vol -1
date de sortie
30-09-2020




Attention! N'hésitez pas à laisser des commentaires.