Kumar Sanu - Dushman to Raja Jodi Hota Maami paroles de chanson

paroles de chanson Dushman to Raja Jodi Hota Maami - Kumar Sanu



দুুষমন্ত রাজা যদি হতাম আমি
শকুন্তলা কে চিনে নিতাম আমি
আংটি থাকুক
না থাকুক তার আঙ্গুলে
যেতাম না কখনও যে
তাকে ভুলে
আমার প্রেম হলো পরশমণি
সবই যে সোনা হয় ছুঁই যখনই
দূর থেকে যতো দূরে যাই না চলে
সোনার শকুন্তলার বুকে পেতাম আমি
সাথেই থাকতো প্রিয়া মনটা জুরে
ছন্দে তালেতে আর গানের সুরে
নয়নে দেখা বা নাইবা হতো
প্রেমের অহংকারে তাকে ছুঁতাম আমি
দুুষমন্ত রাজা যদি হতাম আমি
শকুন্তলা কে চিনে নিতাম আমি
আংটি থাকুক
না থাকুক তার আঙ্গুলে
যেতাম না কখনও যে তাকে ভুলে



Writer(s): Bappi Lahiri, Pulak Banerjee


Kumar Sanu - Anutap (Original Motion Picture Soundtrack)
Album Anutap (Original Motion Picture Soundtrack)
date de sortie
22-10-1993




Attention! N'hésitez pas à laisser des commentaires.