Liza - Bhalobasha Noy Sheki paroles de chanson

paroles de chanson Bhalobasha Noy Sheki - Liza



দিনের আকাশে তাকালেই দেখি
সূর্য মারে উঁকি
রাতের আকাশে তাকালেই দেখি
চাঁদের ঝিকিমিকি
তোমার দিকে তাকালেই শুধু
চোখ রাঙানোর ঝুঁকি
চোখ রাঙানো তোমার শাসন
ভালোবাসা নয় সেকি
হাত বাড়িয়ে তোমার দিকে
বিভোর হয়ে থাকি
অভিমানি বায়না তোমার
একলা মনে আঁকি
তোমার দিকে তাকালেই শুধু
চোখ রাঙানোর ঝুঁকি
চোখ রাঙানো তোমার শাসন
ভালোবাসা নয় সেকি
কথার ভিতর কথা লুকাও
শোনার আশায় থাকি
ইচ্ছে হাজার ভাবনা ছুঁয়ে
কল্পনাতে আঁকি
তোমার দিকে তাকালেই শুধু
চোখ রাঙানোর ঝুঁকি
চোখ রাঙানো তোমার শাসন
ভালোবাসা নয় সেকি



Writer(s): Lalon Lohani


Liza - Bhalobasha Noy Sheki
Album Bhalobasha Noy Sheki
date de sortie
05-01-2023



Attention! N'hésitez pas à laisser des commentaires.