Nandita - Emono Dine Tare Bola Jay paroles de chanson

paroles de chanson Emono Dine Tare Bola Jay - Nandita



এমনো দিনে তারে বলা যায়
এমনো ঘনঘরো বরিষায়
এমনো দিনে মনো খোলা যায়
এমনো মেঘস্বরে বাদলো ঝড় ঝড়ে
তপনো হীনো ঘনো তমশায়
এমনো দিনে তারে বলা যায়
এমন দিনে তারে বলা যায়,
এমন ঘনঘোর বরিষায়
এমন দিনে মন খোলা যায়–
এমন মেঘস্বরে বদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়
সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারিধার
দুজনে মুখোমুখি, গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার–
জগতে কেহ যেন নাহি আর
সমাজ সংসার মিছে সব,
মিছে জীবনের কলরব
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব–
আঁধারে মিশে গেছে আর সব
তাহাতে জগতে ক্ষতি কার,
নামাতে পারি যদি মনোভার
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার,
তাহাতে আসে যাবে কিবা কার
ব্যাকুল বেগে আজি বহে বায়,
বিজুলি থেকে থেকে চমকায়
যে কথা জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়




Nandita - Sindhuparer Pakhi
Album Sindhuparer Pakhi
date de sortie
31-05-2017




Attention! N'hésitez pas à laisser des commentaires.