Pijushkanti Sarkar - Gaane Gaane Tabo Bandhan Jaak Toote paroles de chanson

paroles de chanson Gaane Gaane Tabo Bandhan Jaak Toote - Pijushkanti Sarkar




গানে গানে তব বন্ধন যাক টুটে
গানে গানে তব বন্ধন যাক টুটে
গানে গানে
রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে
গানে গানে
বিশ্বকবির চিত্তমাঝে ভুবনবীণা যেথায় বাজে
বিশ্বকবির চিত্তমাঝে ভুবনবীণা যেথায় বাজে
জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে
গানে গানে তব বন্ধন যাক টুটে
গানে গানে
ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে
অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে
ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে
অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে
সুরহারা প্রাণ বিষম বাধা
সেই তো আঁধি, সেই তো ধাঁধা
গান-ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে
গানে গানে তব বন্ধন যাক টুটে
গানে গানে



Writer(s): Rabindranath Tagore



Attention! N'hésitez pas à laisser des commentaires.