Ramkumar Chatterjee - Tomai Bhalo Basi Boley paroles de chanson

paroles de chanson Tomai Bhalo Basi Boley - Ramkumar Chatterjee




তোমায় ভালোবাসি বলে তুমি বুঝি মনে ভাবো
তোমায় ভালোবাসি বলে তুমি বুঝি মনে ভাবো
চন্দ্রমুখ না দেখিলে
তোমার চন্দ্রমুখ না দেখিলে আমি বুঝি মরে যাবো
তোমায় ভালোবাসি বলে তুমি বুঝি মনে ভাবো
ঘুঘু চড়বে আমার বাড়ি, উনানে জুটবে না হাঁড়ি
ঘুঘু চড়বে আমার বাড়ি, উনানে জুটবে না হাঁড়ি
ঘুঘু চড়বে আমার বাড়ি, উনানে জুটবে না হাঁড়ি
বৈদ্যেতে পাবে না নাড়ি
বৈদ্যেতে পাবে না নাড়ি, আমি অন্তিম দশায় খাবি খাবো
তোমায় ভালোবাসি বলে তুমি বুঝি মনে ভাবো
এক্ষুনি ইস্তফা তবে
এক্ষুনি ইস্তফা তবে, যা হবার তা হয়ে গেল
তুমি যদি না ভালোবাসো তো তবে আমার বয়ে গেল
ডাকলে তোমার পাই না সাড়া
পাই না সাড়া, পাই না সাড়া
ডাকলে তোমার পাই না সাড়া
নাই কি কেউ আর তুমি ছাড়া?
ডাকলে তোমার পাই না সাড়া
নাই কি কেউ আর, আর তুমি ছাড়া?
এখনো গোঁফজোড়াতে দিলে চাড়া
এখনো গোঁফজোড়াতে দিলে চাড়া
তোমার মতন অনেক পাবো
তোমায় ভালোবাসি বলে তুমি বুঝি মনে ভাবো
চন্দ্রমুখ না দেখিলে
তোমার চন্দ্রমুখ না দেখিলে আমি বুঝি মরে যাবো
তোমায় ভালোবাসি বলে তুমি বুঝি মনে ভাবো
তোমায় ভালোবাসি বলে




Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}