paroles de chanson Ektuku Choa Lage - Rupankar
একটুকু
ছোঁয়া
লাগে
একটুকু
কথা
শুনি
তাই
দিয়ে
মনে
মনে
রচি
মম
ফাল্গুনি
।।
একটুকু
ছোঁয়া
লাগে
একটুকু
কথা
শুনি।
কিছু
পলাশের
নেশা
কিছু
বা
চাঁপায়
মেশা।।
তাই
দিয়ে
সুরে
সুরে
রঙে
রসে
জাল
বুনি।।
রচি
মম
ফাল্গুনি।
একটুকু
ছোঁয়া
লাগে
একটুকু
কথা
শুনি।
যেটুকু
কাছেতে
আসে
ক্ষণিকের
ফাঁকে
ফাঁকে
চকিত
মনের
কোণে
স্বপনের
ছবি
আঁকে
।।
যেটুকু
যায়রে
দূরে
ভাবনা
কাঁপায়
সুরে।।
তাই
নিয়ে
যায়
বেলা
নূপুরের
তাল
গুনি
।।
রচি
মম
ফাল্গুনি।
একটুকু
ছোঁয়া
লাগে
একটুকু
কথা
শুনি
তাই
দিয়ে
মনে
মনে
রচি
মম
ফাল্গুনি
।।
Attention! N'hésitez pas à laisser des commentaires.