Sagar Sen - Utal Haowya Laglo Amar Gaaner Taranite paroles de chanson
Sagar Sen Utal Haowya Laglo Amar Gaaner Taranite

Utal Haowya Laglo Amar Gaaner Taranite

Sagar Sen


paroles de chanson Utal Haowya Laglo Amar Gaaner Taranite - Sagar Sen




উতল হাওয়া
লাগল আমার গানের তরণীতে
উতল হাওয়া
লাগল আমার গানের তরণীতে
উতল হাওয়া
দোলা লাগে, দোলা লাগে
তোমার চঞ্চল ওই নাচের লহরীতে
উতল হাওয়া
দোলা লাগে, দোলা লাগে
তোমার চঞ্চল ওই নাচের লহরীতে
উতল হাওয়া
লাগল আমার গানের তরণীতে
উতল হাওয়া
যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি
যদি ঢেউ উঠে উচ্ছ্বসি
যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি
যদি ঢেউ উঠে উচ্ছ্বসি
সম্মুখেতে মরণ যদি জাগে
সম্মুখেতে মরণ যদি জাগে
করি নে ভয়
নেবই তারে, নেবই তারে জিতে
উতল হাওয়া
লাগল আমার গানের তরণীতে
উতল হাওয়া
লাগল আমার গানের তরণীতে
উতল হাওয়া



Writer(s): Rabindranath Tagore



Attention! N'hésitez pas à laisser des commentaires.