Sagar Sen - Tomar Geeti Jagalo Smriti paroles de chanson

paroles de chanson Tomar Geeti Jagalo Smriti - Sagar Sen




তোমার গীতি জাগালো স্মৃতি
নয়ন ছলছলিয়া
বাদলশেষে করুণ হেসে
যেন চামেলি-কলিয়া
তোমার গীতি জাগালো স্মৃতি
নয়ন ছলছলিয়া
সজল ঘন মেঘের ছায়ে
মৃদু সুবাস দিল বিছায়ে
না-দেখা কোন পরশঘায়ে
পড়িছে টলটলিয়া
তোমার গীতি জাগালো স্মৃতি
নয়ন ছলছলিয়া
তোমার বাণী-স্মরণখানি
আজি বাদলপবনে
নিশীথে বারিপতন-সম
ধ্বনিছে মম শ্রবণে
আজি বাদলপবনে
সে বাণী যেন গানেতে লেখা
দিতেছে আঁকি সুরের রেখা
সে বাণী যেন গানেতে লেখা
দিতেছে আঁকে সুরের রেখা
যে পথ দিয়ে তোমারি প্রিয়ে
চরণ গেল চলিয়া
তোমার গীতি জাগালো স্মৃতি
নয়ন ছলছলিয়া



Writer(s): Rabindranath Tagore



Attention! N'hésitez pas à laisser des commentaires.