Sagar Sen - Kal Raater Bela Gaan paroles de chanson

paroles de chanson Kal Raater Bela Gaan - Sagar Sen




কাল রাতের বেলা গান এল মোর মনে
তখন তুমি ছিলে না গো, ছিলে না
তখন তুমি ছিলে না মোর সনে
কাল রাতের বেলা গান এল মোর মনে
যে কথাটি বলব তোমায় বলে
কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি...
আমার সেই কথাটি সুরের হোমানলে
উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে
তখন তুমি ছিলে না
তখন তুমি ছিলে না মোর সনে
কাল রাতের বেলা গান এল মোর মনে
ভেবেছিলেম আজকে সকাল হলে
সেই কথাটি...
আমার সেই কথাটি তোমায় যাব বলে
ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে
পাখির গানে আকাশ গেল পুরে
সেই কথাটি...
আমার সেই কথাটি লাগল না সেই সুরে
যতই প্রয়াস করি পরানপণে
যখন তুমি আছ...
যখন তুমি আছ আমার সনে
কাল রাতের বেলা গান এল মোর মনে



Writer(s): Rabindranath Tagore



Attention! N'hésitez pas à laisser des commentaires.