Shreya Ghoshal feat. R. D. Burman - Bendhechi Beena Gaan Shonabo paroles de chanson

paroles de chanson Bendhechi Beena Gaan Shonabo - Shreya Ghoshal feat. R. D. Burman



বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে
বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে রাতে
বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে
রাগিণী ধীরে ধীরে বাজে বীণ তানপুরাতে
রাগিণী ধীরে ধীরে বাজে বীণ তানপুরাতে
বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে
আমি সাক্ষী হায় আজকে জলসায়
আমি সাক্ষী হায় আজকে জলসায়
ভরে নাও ভরে নাও আঁখির মদিরা
ভরে নাও ভরে নাও আঁখির মদিরা
তোমার আলাপে রাগিণী ধীরে ধীরে
রাগিণী ধীরে ধীরে
বাজে বীণ তানপুরাতে
বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে
বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে
বিজলি চমকায় নয়নের তারায়
বিজলি চমকায় নয়নের তারায়
হায় গো শ্রাবণের ধারা বাদলে
হায় গো শ্রাবণের ধারা বাদলে
থাকো গো তোমার সাথে
রাগিণী ধীরে ধীরে
বাজে বীণ তানপুরাতে
বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে
রাগিণী ধীরে ধীরে বাজে বীণ তানপুরাতে
বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে





Attention! N'hésitez pas à laisser des commentaires.