Shreya Ghoshal feat. Prabir Majumder - O Tota Pakhi Re paroles de chanson

paroles de chanson O Tota Pakhi Re - Shreya Ghoshal , Prabir Majumder




তোতা পাখিরে শিখল খুলে উড়িয়ে দিব মাকে যদি এনে দাও,
আমার মাকে যদি এনে দাও।
ঘুমিয়ে ছিলাম মায়ের কোলে কখন যে মা গেল চলে
সবাই বলে আকাশে লুকিয়ে আছে খুঁজে নাও।
তোতা পাখি রে...!
কেউ বলে মা ভোরের বেলা চাপা বনে ফুলের মেলা
ফুল তুলিয়ে কখন যেন ঠাকুর ঘরে আস।
ভোরের আলো ফোঁটার আগে জেগে কত খুঁজি মাকে
চাপা তলায় ঠাকুর ঘরে বাড়ির আশে পাশে।
আমাকে মা ভুলেই গেছে পাই না তাকে আর কোথাও...
তোতা পাখি রে...
কেউ বলে রোজ নিষধ রাতে তারাঁর দেশে আঙ্গিনাতে মা দেখা দেয়
চুপিচুপি আলো ছায়ার মাঝে।
রোজেই ভাবি জেগে থাকি মা কি আমায় দেবে ফাঁকি
কখন যে ঘুম জড়িয়ে আসে বুঝতে পারি না যে।
পাখি তুমি আমার মায়ের কাছে নিয়ে যাও...
তোতা পাখি রে।।।।



Writer(s): PRABIR MAJUMDER


Attention! N'hésitez pas à laisser des commentaires.