Somlata - Tomar Khola Haowa paroles de chanson

paroles de chanson Tomar Khola Haowa - Somlata



তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
সকাল আমার গেলো মিছে
বিকেল যে যায় তারি পিছে গো
সকাল আমার গেলো মিছে
বিকেল যে যায় তারি পিছে গো
রেখো না আর
বেঁধো না আর
কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রি বেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা
মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রি বেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা
ঝড়কে আমি করবো মিতে
ডরবো না তার ভ্রুকুটিতে
ঝড়কে আমি করবো মিতে
ডরবো না তার ভ্রুকুটিতে
দাও ছেড়ে দাও ওগো
আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া



Writer(s): Rabindranath Tagore



Attention! N'hésitez pas à laisser des commentaires.