Srikanto Acharya - Chokhe Amar Trishna paroles de chanson

paroles de chanson Chokhe Amar Trishna - Srikanto Acharya




চক্ষে আমার তৃষ্ণা
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
চক্ষে আমার তৃষ্ণা
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন
সন্তাপে প্রাণ যায়, যায় যে পুড়ে
চক্ষে আমার তৃষ্ণা
ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়
মনকে সুদুর শুন্যে ধাওয়ায়
অবগুণ্ঠন যায় যে উড়ে
চক্ষে আমার তৃষ্ণা
যে ফুল কানন করত আলো
কালো হয়ে সে শুকালো
কালো কালো হয়ে সে শুকালো, হায়
ঝরনারে কে দিল বাধা
নিষ্ঠুর পাষাণে বাঁধা
দুঃখের শিখরচূড়ে
চক্ষে আমার তৃষ্ণা
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
চক্ষে আমার তৃষ্ণা
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন
সন্তাপে প্রাণ যায়, যায় যে পুড়ে
চক্ষে আমার তৃষ্ণা



Writer(s): Rabindranath Tagore, Arpan Mukherjee



Attention! N'hésitez pas à laisser des commentaires.