Suchitra Mitra - Tomay Gaan Sonabo paroles de chanson

paroles de chanson Tomay Gaan Sonabo - Suchitra Mitra




তোমায় গান শোনাব
তোমায় গান শোনাব
তাই তো আমায় জাগিয়ে রাখ
ওগো ঘুম-ভাঙানিয়া
তোমায় গান শোনাব
চমক দিয়ে তাই তো ডাক'
বুকে চমক দিয়ে তাই তো ডাক'
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাব
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাব
তাই তো আমায় জাগিয়ে রাখ
ওগো ঘুম-ভাঙানিয়া
তোমায় গান শোনাব
এল আঁধার ঘিরে, পাখি এল নীড়ে
তরী এল তীরে
এল আঁধার ঘিরে, পাখি এল নীড়ে
তরী এল তীরে
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাব
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাব
তাই তো আমায় জাগিয়ে রাখ
ওগো ঘুম-ভাঙানিয়া
তোমায় গান শোনাব
আমার কাজের মাঝে মাঝে
কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে
আমার কাজের মাঝে মাঝে
কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে
আমার পরশ ক'রে প্রাণ সুধায় ভ'রে
তুমি যাও যে সরে
আমার পরশ ক'রে প্রাণ সুধায় ভ'রে
তুমি যাও যে সরে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাব
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাব
তাই তো আমায় জাগিয়ে রাখ
ওগো ঘুম-ভাঙানিয়া
তোমায় গান শোনাব
আমার কাজের মাঝে মাঝে
কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে
আমার কাজের মাঝে মাঝে
কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে
আমার পরশ ক'রে প্রাণ সুধায় ভ'রে
তুমি যাও যে সরে
আমার পরশ ক'রে প্রাণ সুধায় ভ'রে
তুমি যাও যে সরে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাব
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাব
তাই তো আমায় জাগিয়ে রাখ
ওগো ঘুম-ভাঙানিয়া
তোমায় গান শোনাব
চমক দিয়ে তাই তো ডাক'
বুকে চমক দিয়ে তাই তো ডাক'
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাব
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাব





Attention! N'hésitez pas à laisser des commentaires.