Tahsan - Priyo Oshukh paroles de chanson

paroles de chanson Priyo Oshukh - Tahsan



দাগ টেনে রাতের নিযুত তারায়
অদেখা এক মুখ এঁকে যায়
দাগ টেনে রাতের নিযুুত তারায়
অদেখা এক মুখ এঁকে যায়
একা আছি তবু নিঃসঙ্গ নই
চোখ বুঁজে তার সাথে কথা হয়
কতকাল ধরে যেন পরিচয়
ভাবতেই ভালোবাসি
এইতো বেশ আছি
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ
হলে হবো একঘরে
তার সাথে অন্তরে
অন্তর কথা বলুক
সে আমার প্রিয় অসুখ
হয়তো এই শহরে
কত দিন আর কত রাত
বুঝতে পারি নি
পাশ কেটে গেছি তাই
ঘুরেছি একই রোদে ঘোর বরষায়
ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায়
ঘুরেছি একই রোদে ঘোর বরষায়
ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায়
কবে হবে তার সাথে জানাশোনা?
মনে চলে সুখ সুখ দোটানা
আশেপাশেই খুঁজি তার আনাগোনা
ভাবতেই ভালোবাসি
এইতো বেশ আছি
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ
নাগরিক ক্লান্তিতে
সাদামাটা শান্তিতে
তার কাছে মন পড়ে থাকুক
সে আমার প্রিয় অসুখ
দাগ টেনে রাতের নিযুত তারায়
অদেখা এক মুখ এঁকে যায়
দাগ টেনে রাতের নিযুুত তারায়
অদেখা এক মুখ এঁকে যায়
একা আছি তবু নিঃসঙ্গ নই
চোখ বুঁজে তার সাথে কথা হয়
কতকাল ধরে যেন পরিচয়
ভাবতেই ভালোবাসি
এইতো বেশ আছি
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ
নাগরিক ক্লান্তিতে
সাদামাটা শান্তিতে
তার কাছে মন পড়ে থাকুক
সে আমার প্রিয় অসুখ
এইতো বেশ আছি
না দেখেও কাছাকাছি
এভাবেই জীবন চলুক
সে আমার প্রিয় অসুখ
হলে হবো একঘরে
তার সাথে অন্তরে
অন্তর কথা বলুক
সে আমার প্রিয় অসুখ
সে আমার প্রিয় অসুখ




Tahsan - Priyo Oshukh
Album Priyo Oshukh
date de sortie
09-01-2019




Attention! N'hésitez pas à laisser des commentaires.