Ujjaini Mukherjee - Chander Hasi paroles de chanson

paroles de chanson Chander Hasi - Ujjaini Mukherjee




চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
উছলে পড়ে আলো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
পাগল হাওয়া বুঝতে নারে
ডাক পড়েছে কোথায় তারে
ফুলের বনে যার পাশে যায় তারে লাগে ভালো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা
পারিজাতের কেশর নিয়ে
ধরায়, শশী, ছড়াও কী
পারিজাতের কেশর নিয়ে
ধরায়, শশী, ছড়াও কী
ইন্দ্রপুরীর কোন্ রমণী বাসরপ্রদীপ জ্বালো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
উছলে পড়ে আলো
রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে



Writer(s): Rabindranath Tagore


Attention! N'hésitez pas à laisser des commentaires.