paroles de chanson Monta Aamar Hariye Geche - Vijayta Pandit
মনটা
আমার
হারিয়ে
গেছে
তা
মানিনা
কোথায়
আছি
থাকবো
কোথায়
তা
জানিনা।
মনটা
আমার
হারিয়ে
গেছে
তা
মানিনা
কোথায়
আছি
থাকবো
কোথায়
তা
জানিনা।
আমায়
বুঝতে
হবে
তবে
আমায়
পাবে
মনের
অনুরাগে
তাই...
তা...
ই
মনটা
আমার
হারিয়ে
গেছে
তা
মানিনা।
হো.
নই
সহজ
আমি
নই
একটুখানি
কাছে
এলেও
অনেক
দূরে
রই,
নই
সহজ
আমি
নই
একটুখানি
কাছে
এলেও
অনেক
দূরে
রই,
হাত
বাড়ালেই
নাগাল
পাবে
যদি
তোমার
মনটা
ভাবে,
করছ
তুমি
ভুল
যে
অনেক
বলছি
আগেভাগে,
মনটা
আমার
হারিয়ে
গেছে
তা
মানিনা
কোথায়
আছি
থাকবো
কোথায়
তা
জানিনা।
আমায়
বুঝতে
হবে
তবে
আমায়
পাবে
মনের
অনুরাগে
তাই...
তাই,
তাই,
তাই
মনটা
আমার
হারিয়ে
গেছে
তা
মানিনা।
হো.
তাই
মনে
করাই
আজ
যেইনা
তুমি
ডাকবে
কাছে
থাকবে
আমার
কাজ,
তাই
মনে
করাই
আজ
যেইনা
তুমি
ডাকবে
কাছে
থাকবে
আমার
কাজ,
সাধতে
হবে
তখন
আমায়
তবে
দেব
সাড়া
তোমায়
বলব
তখন
তোমায়
আমার
দারুন
ভালো
লাগে,
মনটা
আমার
হারিয়ে
গেছে
তা
মানিনা
কোথায়
আছি
থাকবো
কোথায়
তা
জানিনা।
আমায়
বুঝতে
হবে
তবে
আমায়
পাবে
মনের
অনুরাগে
তাই
. তা...
ই
মনটা
আমার
হারিয়ে
গেছে
তা
মানিনা।
Attention! N'hésitez pas à laisser des commentaires.