Warfaze - Samay paroles de chanson

paroles de chanson Samay - Warfaze




একাকী হৃদয়ে থাকবে আর কতকাল
ছন্নছাড়া অভিমান
নিরালায় একাকী
শুনবো আর কতকাল
অন্ধকারের কলতান
নেমেছি তাই আমি জীবনের পথে
বাতাসের কাকলি বলে যায় যে আমাকে
সময়ের ছলনায় ভুলে যাব অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
দুঃস্বপ্নের দিন থমকে যায়
শুধু অবিরাম সময় বয়ে যায়
কত বিষাদে কত বিরহে কত প্রহর কেটে গেছে
বোবা সময়ে মৃদু পরশে সব যন্ত্রণা মুছে গেছে
নিঃসঙ্গ প্রাসাদে লিখব আর কতকাল
দীর্ঘশ্বাসের কবিতা
মেঘ ঢাকা আকাশে আঁকব আর কতকাল
রংহীন ধূসর জলছবি
নেমেছি তাই আমি. জীবনের পথে...
বাতাসের কাকলী. বলে যায় যে আমাকে.
সময়ের ছলনায় ভুলে যাব অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান...





Attention! N'hésitez pas à laisser des commentaires.