Indranil Sen - Sarthak Janom Aamar текст песни

Текст песни Sarthak Janom Aamar - Indranil Sen




সার্থক জনম আমার
জন্মেছি এই দেশে
সার্থক জনম, মা গো
সার্থক জনম, মা গো
তোমায় ভালোবেসে
সার্থক জনম আমার
জন্মেছি এই দেশে
জানি নে তোর ধনরতন
আছে কি না রানীর মতন
জানি নে তোর ধনরতন
আছে কি না রানীর মতন
শুধু জানি আমার অঙ্গ জুড়ায়
তোমার ছায়ায় এসে
শুধু জানি আমার অঙ্গ জুড়ায়
তোমার ছায়ায় এসে
সার্থক জনম আমার
জন্মেছি এই দেশে
কোন বনেতে জানি নে ফুল
গন্ধে এমন করে আকুল
কোন বনেতে জানি নে ফুল
গন্ধে এমন করে আকুল
কোন গগনে ওঠে রে চাঁদ
এমন হাসি হেসে
কোন গগনে ওঠে রে চাঁদ
এমন হাসি হেসে
আঁখি মেলে তোমার আলো
প্রথম আমার চোখ জুড়ালো
আঁখি মেলে তোমার আলো
প্রথম আমার চোখ জুড়ালো
ওই আলোতে নয়ন রেখে
মুদব নয়ন শেষে
ওই আলোতে নয়ন রেখে
মুদব নয়ন শেষে
সার্থক জনম আমার
জন্মেছি এই দেশে




Внимание! Не стесняйтесь оставлять отзывы.