Текст песни Biddhrohini - Male Version - Anwesshaa
রাত্রি
যখন
দিনকে
গ্রাস
করে
সত্য
তখন
একলা
গুমরে
মরে
এক
নতুন
ভোর
হয়ে
এলো
সে
প্রতিবাদ
বুকে
দাবানল
নিয়েও
সে
লড়বে
একা,
লড়বে
জানি
বিদ্রোহিণী,
বিদ্রোহিণী,
বিদ্রোহিণী
আলোর
ভাষা
বোঝে
না
অন্ধকার
মিথ্যে
আশা
জেনেও
সে
মানেনি
হার
পাপের
জরা
থেকে
মুক্ত
সে
এক
পৃথিবী
ভালোবাসা
দিয়ে
গড়ে
তুলবে
আর
কেউ
নয়,
সে
একজনই
বিদ্রোহিণী,
বিদ্রোহিণী,
বিদ্রোহিণী
রাত্রি
যখন
দিনকে
গ্রাস
করে
সত্য
তখন
একলা
গুমরে
মরে
এক
নতুন
ভোর
হয়ে
এলো
সে
প্রতিবাদ
বুকে
দাবানল
নিয়েও
সে
লড়বে
একা,
লড়বে
জানি
বিদ্রোহিণী,
বিদ্রোহিণী,
বিদ্রোহিণী
![Anwesshaa - Biddhrohini (Original Motion Picture Soundtrack) - EP](https://pic.Lyrhub.com/img/f/t/p/w/mpNomOwpTf.jpg)
Внимание! Не стесняйтесь оставлять отзывы.