Anweshaa - Limelite (Female) текст песни

Текст песни Limelite (Female) - Anwesshaa



রাত্রি শেষে ভোরের আলো
কলকাতা, এই কলকাতা
পাখির কূজন ঘুম ভাঙ্গালো
কলকাতা, জাগো কলকাতা
ভিক্টোরিয়ার মুচকি হাসি, কলকাতা
কবির গানে রবির উদয়, কলকাতা
বাড়িয়ে দু'টি হাত দেখো না একটিবার
পরকে আপন করে যে নেয়
কলকাতা, সেই কলকাতা
কলকাতারই বুকে আছে
এক রঙ-বেরঙে কলকাতা
সেখানে হয় বেচা-কেনা
স্বপ্নেরা কেনে যন্ত্রণা
সেই কলকাতা
রাত্রি শেষে ভোরের আলো
Limelite, limelite
নতুন সূর্য, নতুন সকাল
Limelite, limelite
আবর্জনায় ফুল ফুটলে limelite
কঠিন যুদ্ধে হাত বাড়ালে limelite
Limelite, চোখ ধাঁধানো আলো
গভীরে গেলে পাবে এক সমুদ্র কালো
Limelite, চোখ ধাঁধানো আলো
গভীরে গেলে পাবে এক সমুদ্র কালো
নিজের জমি আঁকড়ে ধরা
Limelite, limelite
লালসাকে শাসন করা
Limelite, limelite
প্রতিবাদের আগুন জ্বেলে
প্রতিশোধের শিকার হওয়া
Limelite, limelite
Limelite
Limelite, নজর কাড়ার লড়াই
Nobody থেকে somebody হতে চাই
Limelite, নজর কাড়ার লড়াই
Nobody থেকে somebody হতে চাই
Limelite, চোখ ধাঁধানো আলো
গভীরে গেলে পাবে এক সমুদ্র কালো
Limelite, আরও পাওয়ার আশা
ইচ্ছেডানা মেলে উড়ে চলার নেশা
Limelite, চোখ ধাঁধানো আলো
গভীরে গেলে পাবে এক সমুদ্র কালো




Anweshaa - Lime N Light (Original Motion Picture Soundtrack) - EP
Альбом Lime N Light (Original Motion Picture Soundtrack) - EP
дата релиза
03-10-2019



Внимание! Не стесняйтесь оставлять отзывы.