Arijit Singh - Mayar Jeebon Jonaki текст песни

Текст песни Mayar Jeebon Jonaki - Arijit Singh




মায়ার জীবন বন্ধু
বুঝবি কী তার ছলচাতুরী
কাঁদায় বা কখনও হাসায়
মায়ার জীবন বন্ধু
বুঝবি কী তার ছলচাতুরী
কাঁদায় বা কখনও হাসায়
হাতের মুঠোয় কঠিন সাঁতার
সাহস পেলেই নাগাল পাবি
পায়ের নিচে মাটির চোখ ভার
বুকের পাঁজর, মনের চাবি
বয়ে চলা নদী কোনো
ভরসা দিয়ে নিই কোনো
থামেনি দৌড় এখনও
থামেনি দৌড় এখনও
জোনাকি
এখনও তো জ্বলতে বাকি
জোনাকি (জোনাকি), জোনাকি
এখনও তো জ্বলতে বাকি
অকূল দরিয়ার মাঝি
কি করে তুই দিবি পাড়ি
মন দোলে জোয়ার-ভাটায়
অকূল দরিয়ার মাঝি
কী করে তুই দিবি পাড়ি
মন দোলে জোয়ার-ভাটায়
বুকের আগুনেতে লুকিয়ে লুকিয়ে
এখনও আগুন পোহাস
ফুরিয়ে যেতে যেতে তুই আবার কেন
আবারও ফিরে ফিরে চাস
কিছুটা ঘরকুনো ভেতরে ইচ্ছেরা
গুমরে মরছে হাজার
সূর্য উঠে গেলে সে কথা কানে কানে
মনের ঘুমকে জানাস
মায়ার জীবন বন্ধু
বুঝবি কী তার ছলচাতুরী
কাঁদায় বা কখনও হাসায়
মায়ার জীবন বন্ধু
বুঝবি কী তার ছলচাতুরী
কাঁদায় বা কখনও হাসায়
হাতের মুঠোয় কঠিন সাঁতার
সাহস পেলেই নাগাল পাবি
পায়ের নিচে মাটির চোখ ভার
বুকের পাঁজর, মনের চাবি
বয়ে চলা নদী কোনো
ভরসা দিয়ে নিই কোনো
থামেনি দৌড় এখনও
থামেনি দৌড় এখনও
জোনাকি
এখনও তো জ্বলতে বাকি
জোনাকি, জোনাকি
এখনও তো জ্বলতে বাকি, বাকি



Авторы: Indraadip Dasgupta


Внимание! Не стесняйтесь оставлять отзывы.