Текст песни Mon Bojhena - Arijit Singh
মন বোঝে না বোঝে না বোঝে না
মন বোঝে না বোঝে না
পড়ছে কেন বিনা মেঘে বাজ
পদ্য লেখা আমার তো নয় কাজ
চাইছি দিনে অল্প দেখা তোর
পালটে দিতে আমার গল্পের মোড়
কিছুতেই উপায় মেলে না
ও ও ও...
মন বোঝে না বোঝে না বোঝে না
মন বোঝে না বোঝে না
ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়
গড়বো ভিটে খুশির ইটে সঙ্গী হবি আয়
কলের পারে জলের ধারা ঘরের পরে তুই
চারটে হাতে খেলনা পাতে একজোড়া চড়ুই
সে ভাবনারা চোখ খোলে না
ও ও হো...
মন বোঝে না বোঝে না বোঝে না
মন বোঝে না বোঝে না
রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই
মেলায় যাবো রিক্সায় চড়ে বসবি পাশে তুই
বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ
একটু চিনে নিলেই হব দুজন মিলে এক
তবু স্বপ্নেরা মুখ খোলে না
ও ও হো...
মন বোঝে না বোঝে না বোঝে না
মন বোঝে না বোঝে না
পড়ছে কেন বিনা মেঘে বাজ
পদ্য লেখা আমার তো নয় কাজ
চাইছি দিনে অল্প দেখা তোর
পালটে দিতে আমার গল্পের মোড়
কিছুতেই উপায় মেলে না
ও ও ও...
মন বোঝে না বোঝে না বোঝে না
মন বোঝে না বোঝে না

Внимание! Не стесняйтесь оставлять отзывы.